Golden Bangladesh
Blog categories
Golden Bangladesh Blog
Saturday, 14 December 2013, 12:00 AM

বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা, শান্তিতে নোবেলজয়ী ও দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট সদ্যপ্রয়াত নেলসন ম্যান্ডেলা তাঁর দীর্ঘ জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন বাণী দিয়ে অসংখ্য মানুষকে উজ্জীবিত করেছেন। তাঁর কয়েকটি প্রেরণামূলক উদ্ধৃতি


১.বিভিন্ন সমস্যা কিছু মানুষকে ধ্বংস করে দেয় আবার অন্যদের গড়ে তোলে। যে মানুষ চেষ্টা অব্যাহত রাখে, তার আত্মাকে কেটে ফেলার মতো যথেষ্ট ধারালো কোনো কুঠার নেই; আশার মতো অস্ত্র যার কাছে আছে, সে শেষ পর্যন্ত টিকে থাকবে।
২.

কোনো কাজ শেষ না হওয়া পর্যন্ত সেটিকে সব সময়ই অসম্ভব মনে হয়।
৩.

আমি যদি হারানো......

Monday, 9 December 2013, 12:00 AM

বাংলাদেশকে আমরা পেয়েছি বিভিন্ন আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে।  বাংলাদেশের ইতিহাসের প্রতিটি ধাপে রয়েছে তরুণদের গৌরবোজ্জল ভূমিকা।  ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ‘৫২-র ভাষা আন্দোলন’, ‘৬২-র শিক্ষা আন্দোলন’, ‘৬৯-এর গণ-অভ্যুত্থান’, ৭১-এর মুক্তিযুদ্ধে অংশ নেয় প্রতিটি জাতি।

যাঁরাই আন্দোলনে অংশ গস্খহণ করেছিলেন তাঁরাই তাদের নিজেদের জীবন বাজি রেখে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সংগ্রাম করেছিলেন।  আর্থিক অথবা মর্যাদার জন্যে যারা সংগ্রামে অংশগ্রহণ করেননি, তাদের সংগ্রাম ও ত্যাগের ফসল আমরা বর্তমান প্রজন্ম ভোগ করছি।

স্বাধীনতার ৪২ বছর অতিক্রম করছি......

Saturday, 30 November 2013, 12:00 AM

আমাদের গণতান্ত্রিক অধিকার সমূহঃ

# ১৮*২=৩৬ টাকার বাস ভাড়া অবরোধের কারণে ১৪০ টাকায় যাওয়া।
# বাড়ি থেকে বের হবার সময় সবার কাছ থেকে শেষ বিদায় নেয়া।
# বাসে, লেগুনায় চড়ে গ্রিল কাবাব হওয়া।
# ২৬০ টাকা বেশী খরচ করে চাল কিনে খাওয়া।
# হাসপাতালে রোগি রেখে এসে টানা তিন দিনের অবরোধের/ হরতালের দরুন এ টি এম এ টাকা না পাওয়া।
# স্বামী বাসের মধ্যে আগুনে পুড়ে ছাই, তার লাশ নিতে ঢাকা আসতে না পারা। (গনতান্ত্রিক অধিকারের হরতাল)
# মুনির, মোজাম্মেল, আনু খালাদের বিনা টিকেটে পরপার দর্শন।
# বিদেশি বায়ারের দেশে ফেরত পাঠানো নিশিচতকরন, সাথে ৪০০ কোটি মার্কিন ডলারের ব্যাবসাকে সেচ্ছায় পদলেহন (আমরা......

Displaying 1-3 of 3 results.