Golden Bangladesh
Frequently Asked Questions (FAQ)

গোল্ডেন বাংলাদেশ ডট কম কী?

উত্তর : দেশের ৬৪ জেলার গুণীজন ও সাধারন ব্যক্তিদের জীবনবৃত্তান্ত এবং প্রত্যেক জেলার ইতিহাস, ঐতিহ্যসহ নান তথ্য সমৃদ্ধ একটি সাইট।  সাইটটিতে সংযোজিত হয়েছে চাকুরি প্রার্থিদের জন্য আবেদনের বিশেষ ব্যবস্হা, রয়েছে বাংলাদেশের সকল দৈনিক পত্রিকাসহ সরকারি, বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ ওয়েবসাইটের লিংক।  এছাড়াও সাইটটিতে নিজ জেলার সমস্যা, সম্ভাবনাসহ বিভিন্ন তথ্য তুলে ধরার ব্যবস্হা রাখা হয়েছে এবং জেলার গুরুত্বপূর্ণ তথ্য, ছবি ও ভিডিও সংযোজন করা হয়েছে।  

আমি কি গোল্ডেন বাংলাদেশের মেম্বার হতে পারবো?

উত্তর : হ্যাঁ, আপনি যদি বাংলাদেশের নাগরিক হন তাহলে আপনি রেজিস্ট্রেশন এর মাধ্যমে গোল্ডেন বাংলাদেশের সদস্য হতে পারবেন।

আমি কি ফ্রি রেজিস্ট্রেশন করতে পারবো?

উত্তর : হ্যাঁ, অবশ্যই আপনি ফ্রি রেজিস্ট্রেশন করতে পারবেন।

কি ভাবে রেজিস্ট্রেশন করবো?

উত্তর : রেজিস্ট্রেশন এর জন্য টুলবার থেকে রেজিস্টার টুল-এ ক্লিক করার মধ্যমে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। এছাড়াও বাপ পাশে Join With Us Registration Hear এ ক্লিক করেও আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। এক্ষেতে প্রথমে আপনাকে আপনার বেসিক ইনফরমেশন গুলো ফিল-আপ করতে হবে। ফিল-আপ শেষ হলে একটি ছবি ব্রাউজ করে Create এ ক্লিক করুন।

এভাবে পরবর্ত পাঁচটি স্টেপ ফিল-আপ করে আপনার একাউন্ট তৈরীর কাজ সম্পন্ন করুন। শেষ স্টেপ-এ আপনি কোথা থেকে গোল্ডেন বাংলাদেশ এর কথা জানতে পেরেছেন এমন একটি ম্যাসেজ দেখতে পাবেন। এখানে আপনার জানার মাধ্যটি ফিল-আপ করুন। গোল্ডেন বাংলাদেশের ক্ষেত্রে আপনি যার মাধ্যমে জেনেছেন তার আইডি নাম্বারটি সেট করুন। এবার সেভ এ ক্লিক করলেই আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে।

 


 



ছবির সাইজ কত হতে হবে?

উত্তর : 2 মেগাবাইট সাইজের যে কোন ছবি গ্রহণযোগ্য তবে আপনার প্রফাইলটি সুন্দর দেখতে পাসপোর্ট বা অনুরৃপ সাইজের ছবি দেওয়াই ভাল। এক্ষেত্রে লক্ষ রাখবেন যেন ছবিটা পোর্টট্রেইট হয়।

আমি কিভাবে লগইন করবো?

উত্তর : লগইন এর জন্য Guest টুলে ক্লিক করলে লগইন অপশন আসবে। এখানে ক্লিক করলে ইউজার নেম ও পাসওয়ার্ড প্রদান করার জন্য একটি জায়গা আসবে। এখানে আপনি গোল্ডেন বাংলাদেশে রেজিস্ট্রেশনকৃত ইউজার নেম ও পাসওয়ার্ড প্রদান করে লগইন করতে পারবেন।

 

আমি আমার প্রফাইল কি ইডিট করতে পারবো?

উত্তর : হ্যাঁ, আপনি অবশ্যই আপনার প্রফাইল ইডিট করতে পারবেন।

কিভাবে আমার প্রফাইল ইডিট করবো?

উত্তর : লগইন করার পর টুল বারের যেখানে Guest টুল ছিলো সেখানে দেখুন আপনার নাম দেখা যাচ্ছে। এখানে ক্লিক করলে -

    • My Profile
    • Profile Edit
    • Change Password
    • Logout

এরকম চারটি অপশন আসবে। আপনি আপনার পছন্দ মত অপশন বেছে নিয়ে ইডিট করতে পারেন।

আমার পাসওয়ার্ড পরিবর্তন করবো কিভাবে?

উত্তর : লগইন করার পর টুল বারের যেখানে Guest টুল ছিলো সেখানে দেখুন আপনার নাম দেখা যাচ্ছে। এখানে ক্লিক করলে -

    • My Profile
    • Profile Edit
    • Change Password
    • Logout

এরকম চারটি অপশন আসবে। এখান থেকে Change Password এ ক্লিক করে আপনি আপনার পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন।

আমি আমার পাসওয়ার্ড ভুলে গেছি। এখন কি করবো?

উত্তর : এক্ষেত্রে প্রথমে আপনাকে http://goldenbangladesh.com/contact.html এই লিংক এ যেতে হবে। এখানে আপনি আপনার ইউজার নেম, আইডি নাম্বার ও মেইল আমাদেরকে জানান। প্রসেসিং শেষে আপনাকে নতুন পাসওয়ার্ড জানিয়ে দেয়া হবে।

 এই সাইটে কি আমি কোন তথ্য/লিখা প্রদান করতে পারবো?

উত্তর : হ্যাঁ, এই সাইটে আপনি কয়েকটা বিভাগে আপনি তখ্য বা লেখা প্রদান করতে পারবে। সেগুলো হচ্ছে-

  • Directory
  • Gallery
  • Blog
  • Links
  • Eminent
Directory: এখানে আপনি আপনার জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের নাম তালিকা ভুক্ত করতে পারেন। এজন্য আপনাকে প্রথমে লগইন করতে হবে। এরপর টুলবারে Directoryতে ক্লিক করলে New Entry আসবে এখানে ক্লিক করলে নির্দিষ্ট ফরম দেখতে পাবেন। ফরমটি ফিলাপ করে শেষ হলে Create শেষ বাটনে ক্লিক করুন।    

 

Gallery: গ্যালারিতে আপনি আপনার জেলার ইতিহাস, প্রাকৃতিক, মুক্তিযুদ্ধ, সংস্কৃতি এই চার বিভাগের ছবি প্রদান করতে পারবেন। এজন্য আপনাকে প্রথমে লগইন করতে হবে। এরপর টুলবারে Galleryতে ক্লিক করলে New Entry আসবে এখানে ক্লিক করলে নির্দিষ্ট ফরম দেখতে পাবেন এখান থেকে Category সিলেক্ট করে ছবি ব্রাইজ করুন। আপনার জেলা সিলেক্ট করুন। শেষ হলে Create শেষ বাটনে ক্লিক করুন। Title বক্সে ব্লগের শিরোনাম লিখুন। আপনার ব্লগ লিখা শেষ হলে Category সিলেক্ট করে Create বাটনে ক্লিক করুন।

 

Links: Links এ আপনি আপনার জেলার বিভিন্ন ওয়েস সাইটের ঠিকানা অন্তর্ভূক্ত করতে পারবেন। প্রথমে Category সিলেক্ট করে নিন, Title বক্সে শিরোনাম লিখুন, Click Url ওয়েব সাইটের ঠিকানা লিখুন (http://goldenbangladesh.com/ এই ফরমেটটি অনুসরন করুন), Description থাকলে লিখুন, জেলা সিলেক্ট করে Create বাটনে ক্লিক করুন। 

 

Eminent: এখানে আপনি আপনার জেলার গুণীজনদের তথ্য অন্তর্ভূক্ত করতে পারবেন। টুলবারে Directoryতে ক্লিক করলে New Entry আসবে এখানে ক্লিক করলে নির্দিষ্ট ফরম দেখতে পাবেন। তথ্য গুলো ফিলাপ করে লাইফ স্টাইলে পূর্ণ জীবনি লিখে গুণীজনের ইমাজ ব্রাইজ করুন। এর পর Create বাটনে ক্লিক করুন। এক্ষেত্রে যদি আপনি লেখক হয়ে থাকেন তাহলে শেষে আপনার নাম/ঠিকানা উল্লেখ করুন।